বাউফল আ’লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাউফল আ’লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এম অহিদুজ্জামান ডিউক , বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে  পাল্টাপাল্টি মতবিনিময় ও  সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপ। বুধবার দুপুরে স্থানীয় জনতা ভবনে সাবেক চিপ হুইপ আ,সম ফিরোজ এমপি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অপর পক্ষ বিকালে কুন্ডপট্টিস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। মতবিনিময় সভায় আসম ফিরোজ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্ব শেষ প্রস্তুতির খবর  সাংবাদিকদের অবহিত করেন। এসময় তিনি অপর পক্ষের সম্মেলন নিয়ে অসস্তোষ প্রকাশ করেন বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ি আমার নেতৃত্বেই সম্মেলন অনুষ্ঠিত  হবে। অন্য কারো নেতৃত্বে নয়। এখানে নেতাকর্মীদের বিচলিত হওয়ার কিছু নেই’। অপর দিকে একই দিন বিকাল সাড়ে তিনটায় শহরের কুন্ডুপট্টিস্থ দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই পক্ষের মধ্যে সমন্বয় করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশ দিলেও আসম ফিরোজ এমপি তা অগ্রাহ্য করেছেন। জেলা কমিটিতে থাকা বাউফলের ১০জন সদস্যদের সাথে কোন রকম যোগাযোগ না করেই তিনি সম্মেলন করছেন। যে কারণে তাকে আলাদা ভাবে সম্মেলন করতে হচ্ছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে কোন উব্ধুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় দায়িত্ব আসম ফিরোজ এমপিকে বহন করতে হবে। উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এ সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উভয় পক্ষের সম্মেলনকে কেন্দ্র যাতে কোন ধরণের আইনশৃঙ্গলার অবনতি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।